ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কাউন্টি গ্রাউন্ড টনটনে নিজেদের বাঁচা মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

আন্তর্জাতিক ওয়ানডেতে সবশেষ ৯ ম্যাচে বাংলাদেশ বেশ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে। বাংলাদেশের জয় ৭টিতে ও ওয়েস্ট ইন্ডিজের ২টি।

তবে বিশ্বকাপে উইন্ডিজের কোনো সফলতা নেই টাইগারদের। এমনকি এই বিশ্বকাপেই উইন্ডিজের বিপক্ষে ৫৮ রানের লজ্জা নিয়ে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে।

ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারা ওয়েস্ট ইন্ডিজ এবার কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। আইপিএল খেলতে ব্যস্ত থাকায় ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না সাত জন তারকা খেলোয়াড়। আর তাই এবার টনটনের ছোট মাঠে ক্যারিবীয় বিগ হিটারদের আটকাতে শক্তি দুর্বলতা নিয়ে কাটা-ছেড়া করেই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের মূল শক্তির জায়গা ব্যাটিং। ওপেনিংয়ে গেইল, নিচের দিকে আন্দ্রে রাসেল মাঝে শিমরন হেটমায়ার, শাই হোপ। ব্যাটিং অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ উইনারে ভরা, সবাই অ্যাটাকিং ব্যাসটম্যান। আক্রমণই উইন্ডিজ মূল ভরসা।  

তবে, বোলিং অতটা শক্তিশালী নয় ক্যারিবিয় শিবিরে। হোল্ডার-রোচ-গ্যাব্রিয়েল-কোটরেল নামগুলো খুব একটা ভীতি জাগানিয়া নয়। বাউন্সারই তাদের শক্তির জায়গা, আর দুর্বলতা বাংলাদেশের। তাই এই অস্ত্র দিয়েই টাইগারদের ঘায়েল করতে চাইবে ক্যারিবিয়ানরা।

অন্যদিকে, টাইগার শিবিরে সব চেয়ে বড় সমস্যা সাকিব-মুশফিকের চোট। মিঠুনের অফ-ফর্মও বাড়াচ্ছে দুঃশ্চিন্তা। তামিম এখনও খেলেননি বড় ইনিংস। সেমিফাইনাল খেলতে চাইলে, ক্যারিবীয়দের হারাতে হলে ব্যাট হাতে অ্যাটাকিং ক্রিকেট খেলার বিকল্প নেই। তবে টনটনের কাউন্টি গ্রাউন্ডের ছোট মাঠে উইন্ডিজকে আটকানোয় স্পিনারদের জন্য কঠিন হলেও সাকিব, মিরাজসহ মোস্তাফিজ, মাশরাফিদের ওপরেই ভরসা রাখতে হবে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ:  

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।  

উইন্ডিজ একাদশ: 

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), শেল্ডন কোটরেল, ওশান থমাস ও  শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ